*CORONA দোল*
পায়ে পায়ে পথের ধার,
রকমারী রংয়ের
কাগজী ফুলের বাহার।
বলে বসন্ত এসে গেছে...
চলো আনন্দে মাতি,
গান করি,হুল্লোড় করি।
ছোট সবুজ মন আজ ঝরা পাতা,
গাছের বাকল কুড়ায় না,
মাঠের প্রান্তে জমায় না।
চাঁদ-বুড়ি ওপর থেকে দেখে
কোথায় অদৃশ্য বুড়ির ঘর,
*ন্যাড়া-পোড়ার*
আট-আশির উচ্ছ্বাস।
ক্লিনিক, হাসপাতাল,নার্সিংহোমে
সকাল সকাল ভিড়
চিন্তিত জনতার...
একটাই জিজ্ঞাসা
*"কবে পাওয়া যাবে?"*
না কোনো আবির রং...
না কোনো অর্গানিক কালার।
মুনাফা লোটা দালাল সটান বলে... *VACCINE OUT OF STOCK!*
হঠাৎ কোনো কাগজ-কুড়ুনির
ছেলে নেচে ওঠে।
একগুচ্ছ বাহারি রংয়ের কাগজী ফুল নানা ছন্দে মেলে
ধরে; উল্লাসে বন্ধুর পানে
ছুঁড়ে দেয়...শুধু আনন্দ চিৎকার
*"হোলি হ্যাঁয়!"*
নির্ভীক সবুজ টিয়া,ভাত শালিক ,
ক্ষুদে চড়াই, চিরহরিৎ একত্রে জানায়...
*হে CORONA...COVID 19--*
*আজ দোলযাত্রা,*
*নিবিড় রঙ্গীন*
*বন্ধনের উৎসব!*
🌈 *জ্যাকসন* 🌈
Comments
Post a Comment