*দোল ও CORONA*
*_১ম পর্ব_*
এসেছে উথাল-পাথালি দোল,
আবির রাঙ্গানো
মনের অবগুন্ঠন খোল!
ন্যাড়াপোড়ার কাজল রঙ্গা ছাই,
হরেক রংয়ের মাঝে
তোরে যেন পাই!
তোর বেণীতে এঁকে দেই
রংধনুর 'বেনীআসহকলা',
বাহারী সাজে বন্য তোর
আদিম ছলাকলা!
বসন্তের রঙ্গীন ভানুমতী হাসিতে
তুই যে তাল-মাতাল,
সিদ্ধি-ভাংয়ের সরবতের চক্করে
ম ম স্বর্গ-মর্ত্য-পাতাল!
শান্তিনিকেতনী সুরে মন যে
দিশেহারা উদ্বেল,
কবিগুরুর ছন্দে ধন্য তোর
উচ্ছ্বল হোলির রং বাহারি খেল!
----****----
*_২য় পর্ব_*
মন মাঝারে সংক্রমণ
যখন CORONA...
বাসে-ট্রামে... অলিতে-গলিতে
MASK পিছু ছাড়ে না!
আসি আসি বলে এসেছে
শঙ্কাময় *SECOND WAVE*...
জনদরদী *VACCINE*-এর দেখা নাই রে,
কোথায় হল গায়েব!!
শেষ কবে পেয়েছো
এমন নিঃসীম ভয়...
WATS APP-FACEBOOK-এ
হাহাকার কাহাতক সয়!
বসন্তের আবিরেও কী
রং মিশালী CORONA ছলনা...
হায়! *দোলযাত্রার* বদনে
বে-রংয়ের বেদনা!
🏳️🌈 *জ্যাক্*🌈
Comments
Post a Comment