*২১শে ফেব্রুয়ারির ইতিকথা*
সাল *উনিশশো বাহান্ন*...
ভাষা আন্দোলন।
*২১শে ফেব্রুয়ারি*...
নব জনজাগরণ!
মিছিলে কাঁধে কাঁধ, হাতে হাত...
*রফিক, শফিউলের*
ছায়া সাথ সাথ।
অষ্টাদশী *বরকত, জব্বারের*
মুষ্টিবদ্ধ স্বপ্ন--
ধ্যান-ধারণায় এক দেশ,
এক *রাষ্ট্রভাষায়* মগ্ন!
স্লোগানে সোচ্চার
টগবগে রাজপথ--
তরুণ প্রজন্মের
*মাতৃভাষার স্বীকৃতির* দাবি।
পুলিশ-হায়নার
নির্বিচারে *গুলিবর্ষণ*...
বসন্তের কৃষ্ণচূড়ায় ঢাকা
কত *বরকত-সালামদের*
নিথর ছবি!
এক সমুদ্র *রক্তের* বিনিময়ে
প্রাণস্পন্দনের *বর্ণমালা*..
বাংলায় হাতেখড়ি, *বাংলা ভাষা*
হৃদ্-অলিন্দের পাঠশালা!
💐 *জ্যাক্* 💐
Comments
Post a Comment