*মৌনতার গান* 🎵🎶
সময়ের কাঁটাতার
ভেদ করে এসেছি...
দু'দন্ড জিরিয়েছি।
প্লিজ, কোনো
বাক্য বিনিময় নয়...
হট্টগোল নয়!
দু'টো শরীর মিলেমিশে
নক্ষত্র-নীলে লীন,
স্বপ্নের ভাঁজে...
স্তব্ধতার শরীরে বাস্তবতাহীন!
আর কোনো শব্দ নয়... শুধু তোমার অমোঘ অস্তিত্বের কাছে
দিশেহারা আমি নয়ছয়...
চাতক বেদুইন ইচ্ছেরা
মরীচিকাময়!
স্বর্গ নেমে আসে আরশীর গায়ে...
জোছনার সাজ বিনুনি দুলিয়ে,
তোমার অনাবিল স্মৃতি ভাসমান
সব দ্বিধা-দ্বন্দ্ব ভুলিয়ে!
থেমে যাক
সমস্ত কোলাহল-আওয়াজ,
নীরবতার সুরে বন্ধ
রাত-জোনাকির রেওয়াজ।
আনমনা চাঁদবুড়ি ভুলেছে
রোজকার চড়কা-কাজ...
নিশ্চুপ নিরালায়
নিঃসঙ্গ মুগ্ধ কল্পতরু গাছ!
দু'টো ছায়া বলয় নিবিড়
আলিঙ্গনে আলপনারত স্পষ্ট,
মৌনতার গানে ডুবে
চেতনার অবশ ওষ্ঠ!
🎵 *জ্যাকসন* 🎶
Comments
Post a Comment