**Un-UBUNTU**
প্রাণাধিক প্রিয় অযোধ্যা
ছেড়ে বনবাস-
চোদ্দো বছর পর রাম ফিরে
পেলেন কি যথার্থ আবাস?
সম্পত্তি নিয়ে
বালী-সুগ্ৰীবের কাজিয়া,
রামায়ণের কত যুদ্ধ
হল কাঁপিয়া!
বিনা সমরে নাই কোনো
সূচাগ্ৰ মেদিনী...
সেই থেকে শুরু
পান্ডব-কৌরবের হানাহানি!
কেউ দ্যাখে নি কৃষ্ণের চোখে
শুকিয়ে যাওয়া জল-
মহাভারতের কুরুক্ষেত্র
রক্ত-বন্যা স্রোতে টলটল!
শতাব্দীর পর শতাব্দী
বৈষম্যের খন্ড খন্ড ইতিহাস-
আজকের রামায়ণ-মহাভারতে
চলছে চলবে
ব্যালট-ভোটের সন্ত্রাস!
💐জ্যাকসন 💐
বি.দ্র:"UBUNTU" কথাটির মানে
মনুষ্যত্ব...HUMANITY
Comments
Post a Comment