লোরি-পোঙ্গল-বিহু-পৌষ সংক্রান্তি



 ঢাক🪘বাজিয়ে 🔥আগুন জ্বেলে     
     নেচে নেচে👯💃🕺
           👳পাঞ্জাবীদের লোরি।

সাদা শাড়ি, সাদা ধুতি,সাদা অন্নের
  🌾পোঙ্গল-এ তামিলদের
               মঙ্গল কামনা করি।

  মাঘের শীতে 🌼🌻🌺💮🏵️
  ফুলের গন্ধে💃কোমর দুলিয়ে
    অসমীয়াদের বিহু উৎসব।

  সরস পিঠে-পুলিতে🥞🍪🍩
   কামড় বসিয়ে ভোজন রসিক
  বাঙ্গালীর🧔পৌষ সংক্রান্তির
          খুশি খুশি☺️🌞🙋‍♀️ রব।


               😊  জ‍্যাক্  😄

Comments