।। বিজয়া দশমী ।।
পর্ব এক:
নবমীতে বিদায়ের রেশ...
এই বুঝি পুজো হলো শেষ!
সকুরণ দশমীতে
চোখে মেঘ-জল...
আস্তে আস্তে মিলিয়ে যায়
মায়ের পায়ের শব্দ মল!
একটু বাদে
মা তোমার বিসর্জন...
বুকের মাঝে বাস তোমার
স্থায়ী আবাসন!
৩০ শে সেপ্টেম্বর,২০১৭
পর্ব দুই:
মা গ্যালো চলে,
আমায় না বলে।
চোখে আসে জল,
জীবনটা মনে হয় বিফল।
আবার একটি বছরের
নির্নিমেষ প্রতীক্ষা,
ভুলেও করবো না
মাগো তোমায় উপেক্ষা।
১১ই অক্টোবর,২০০৮
পর্ব তিন:
নবমীতে বিষাদী রেশ,
তবুও কটছিলো
পুজো বেশ!
হঠাৎ এ কী শুনি হায়...
"রূপালী 🎸গীটার"ফেলে
কেউ চলে যায়!
নেই আইয়ুব বাচ্চু...
বুকের মাঝে ধু ধু খাঁ খাঁ,
চোখের জলে ঝাপসা
দশমীর মন্ডপ ফাঁকা ফাঁকা!
১৯শে অক্টোবর,২০১৮ বি.দ্র:আইয়ুব বাচ্চু,
LEGENDARY BAND
SINGER,LRB BAND চলে যান
না ফেরার দেশে নবমীতে,১৮ই
অক্টোবর,২০১৮
Comments
Post a Comment