#ভুলে যাওয়া ১২ই জানুয়ারী,২৩শে জানুয়ারী#
ভগবান নীচেও নেমে আসেন...
কোনো এক ১২ই জানুয়ারী
বা ২৩শে জানুয়ারীতে!
আলোয় আলোয়...ঝলকানিতে
ধরা ভরে যায়,
সময়ের জরা-বার্ধক্য-পাপ-তাপ
নিয়ে চলে যায় ক্ষণিকের অতিথি!
একদিন মানুষ
লিখে ফেলে ইতিহাস....
ধূসর ভ্রান্তিময় ইতিহাস;
অবক্ষয়ের জালে, ক্ষমতার লোভে
সরিয়ে দিতে চায় ভগবানকেও!
ইস্কুলের সিলেবাসেই শুরু হয়
নিষ্পাপ মস্তিষ্ক ধোলাই,
উঠে আসে অতিরঞ্জিত
নানা অধ্যায়...
সত্যটা পড়ে যায় বেশ চাপা!
কচি মন ঠিক জানে
২রা অক্টোবর
'জাতির জনক'-এর জন্মদিন,
১৪ই নভেম্বর
কী জেনো 'বাচ্চাদের দিবস'।
ধেড়ে মন আনন্দে লাফায়
-বাহ্ পাওয়া গ্যাছে
আদ্যোপান্ত ছুটির দিন!
এই 'জনগণ মন অধিনায়ক'-এর
দেশে...পোড়ার দেশে
অধিকাংশই ভীষণ অন্ধকারে
-জানি না ১২ই জানুয়ারী,
২৩শে জানুয়ারীর তাৎপর্য!
খবরের কাগজ,মিডিয়ার
নেই কোনো হেলদোল,
সশরীরে মৃত... নিরুত্তর
...সেয়ানা জীবাশ্ম যেন!
**## জ্যাক্ ##**
বি.দ্র: ১২ই জানুয়ারী::
স্বামী বিবেকানন্দের জন্মদিন
২৩শে জানুয়ারী::
নেতাজী সুভাষচন্দ্রের জন্মদিন
🙏🏻🙏🏻💐💐🙏🏻🙏🏻
Comments
Post a Comment