||জন্মদিনll
কেউ তো মনে রাখে না...
রাখে কী কেউ??
দুঃখ-সুখের বলিরেখা জড়িয়ে
ভেঙ্গে চলেছি
সময়ের ঢেউ!
স্বপ্নচোখে ছন্দে ছন্দে
কত কাশ...
থাকুক মুলতুবি,
জরা-বার্ধক্যের পরিহাস!!
আজ আবার জন্মদিন...
তুঁড়ি মেরে জীবন
একটুখানি হাস্!
-জ্যাকসন-১১ই সেপ্টেম্বর,২০২০
সকাল ১১টা ৪০মিনিট
Comments
Post a Comment