|| দ্বিশতায়ু বিদ্যাসাগর ||
বর্ণে বর্ণে কথোপকথন
...বর্ণপরিচয়,
বিধবার সাথে বিবাহ
...সম্পর্ক বাঙ্ময়।
অশতিপর কুলীন ব্রাহ্মণের
বহুগামীতা
...সমাজের অভিশাপ,
তর্কে বিতর্কে
নষ্ট প্রথা রদ
...কোমর বেঁধে ঝাঁপ!
ফুঁসছে দামোদর নদী
...নির্ভীক মনে নেই শঙ্কা,
এক সাঁতারে পরপার
...বাজলো মাতৃ-বন্দনার
জয়-ডঙ্কা!
বারোটি স্বরবর্ণের
একান্ত বন্ধু
চল্লিশটি ব্যঞ্জন,
বাংলা অভিধানে উদ্ভাসিত
নতুন অঙ্গন।
আজো ল্যাম্পপোস্টের
নিবু নিবু আলোয়
চওড়া কপালে
শহরের ইতিকথা,
দিয়েছো টান,ভেঙ্গেছো মূর্ত্তি
...হেঁট হলো
কার মাথা??
##|| জ্যাকসন ||##
২৬শে সেপ্টেম্বর,২০১৯
বি.দ্র:বিদ্যাসাগরের জন্ম
২৬শে সেপ্টেম্বর,১৮২০
Comments
Post a Comment