।। হাত ।।
যে হাতে বন্দুক... আগ্নেয়াস্ত্র,
ছুড়েছে গুলি...
সে হাত ভুলেছে
শৈশবের ঠাকুরমার ঝুলি।
যে কচি হাতে
ইঁট-সুড়কি-পাথর...
দিনান্তে সমাজের চোখ
হয় না ক্যানো কাতর?
যে হাত যেখানে-সেখানে
দ্যায় গণ-পিটুনি...
মানচিত্র জুড়ে শুধু
রক্ত মাখামাখি ধমনী!
যে হাতে নিত্যনৈমিত্তিক
দ্রৌপদীর বস্ত্রহরণ...
রোজকার খবরের কাগজে
দূরভিসন্ধিপরায়ণ
দুঃশাসনদের স্মরণ!
যে হাত নিমেষে উপড়ে ফ্যালে
নিষ্পাপ ক্লোরোফিলের
শিকড়-বাকড়...
রাজনৈতিক অঙ্গুলি-হেলনে
বন্ধ সব ধর-পাকড়!
যে হাত গাড়ীর স্টিয়ারিং
ঘোরাতে ঘোরাতে
মুঠোফোন বন্দী...
নিচ্ছে কত নিরীহ প্রাণ...
বিবেক বলো কে ষড়যন্ত্রী??
।।# জ্যাকসন#।।
Comments
Post a Comment