।। রাখী বন্ধন ।।
কোনো এক বিষণ্ণ বিকেলে
যদি দেখো পশ্চিম কোণে
কালো মেঘের উঁকি...
ভয় পেয়ো না...
খেলবো মায়া-বন্ধনের
লুকোচুরি খেলা টুকি,
...পড়িয়ে দিও
মন-পবনের রাখী!
নিকষ আঁধারে পাখীদের গানে
নেচে ফেরে
উড়ন্ত যাযাবর ধূমকেতু...
অন্ধকারের অবসানে
আলোক-বন্যার সম্প্রীতি সেতু,
...শুধু ছুঁয়ে দিও
স্বপ্ন-বিবশ রাখী!
সাগর তটে উত্তাল তরঙ্গের
বিরামহীন আবেগময়
দিগ্বিদিক ছোটাছুটি...
মনের ফাগুন আকাশে
স্নিগ্ধ রক্ত-পলাশের
তান্ডব মাতামাতি,
...অস্থিমজ্জার মাঝে
রক্তে এঁকে দিও প্রজাপতি রাখী!
::। জ্যাকসন ।::
Comments
Post a Comment