সুশান্ত সিং রাজপুত-দ্বিতীয় পর্ব
অধরা নভচারী স্বপ্নদল
মেঘে মেঘে ছড়িয়ে...
ধুলো জমা টেলিস্কোপে
পড়ছে না আর চোখ,
বেলা যে গ্যালো গড়িয়ে!
দমবন্ধ ডায়েরীর পাতায় পাতায়
আশাভঙ্গের অকাল শ্বাসরোধ...
রহস্যময় ড্রাগের প্রতিক্রিয়ায়
কাবু মস্তিষ্ক-মনন,
ভেঙ্গে চুরমার সব প্রতিরোধ!
পর্বে পর্বে শিহরণ...
যেন ভাট গোষ্ঠীর
টানটান CRIME THRILLER,
লাশকাটা ঘরে এফোঁড় ওফোঁড়
জীবন্ত সত্যের হাহাকার!
রূপালী পর্দার সোনালী অধ্যায়
ক্ষণিকের যশ-অর্থে ঘেরা...
স্বার্থান্বেষী চক্রব্যূহে
নিমজ্জিত জীবন,
যায় না আর ফেরা!
তৎপর বানর সেনা বেঁধেছে
ফন্দি-ফিকিরের আটঘাট,
কিসের ঈশারায়
তথ্য-প্রমাণ নিমিষে লোপাট...
পর্দার অন্তরালে
কোনো মুখোশধারী
রাবণ রাজার কিস্তিমাৎ!
সময়ের হস্তক্ষেপে
একদিন যাবে সব থিতিয়ে...
নেপথ্যে হাসে
"তেল-জলের রাজনীতি"
বুক চিতিয়ে!
😢😢
***জ্যাক্*** ২৬শে আগষ্ট,২০২০
Comments
Post a Comment