।।জন্মাষ্টমী।।
জন্মেছিনু বৃষ্টিমুখর ছায়া দিনে,
তুমি, রাধা, লাস্যময়ী গোপিনীরা
আত্মার আত্মীয়তায়
নিও আমায় চিনে।
বসে আছি একাকী
তোমার অপেক্ষার
প্রহর গুণে নন্দন-কাননে,
বাঁশীর সুরে মধুর কথা হবে
নির্জন-নিরালায় তোমার সনে...
গানে-কীর্ত্তনে থাকবো চিরটাকাল
তোমারি কাঞ্চন মনে!
মা-জননীদের ফুটন্ত কড়াইয়ে
স্নেহভরা তালের বড়া,
সুদৃশ্য মালপোয়া,
ঝালরের মৃদু মন্দ লয়ে তোমার ক্ষয়ে যাওয়া শূণ্য কোলে
আমি আধশোয়া!
বলে ফ্যালো তোমার জাগতিক
যত দুঃখ কষ্ট...
ঝঞ্ঝা-সংকুল সময়ে
আমার বাড়ানো
সর্বংসহা নীল হাত স্পষ্ট!
Il জ্যাক্ ll ১৬ই আগষ্ট,২০০৬
--শুভ জন্মাষ্টমী--
Comments
Post a Comment