*** বন্ধু মানে ***
বন্ধু মানে টুকরো হাসি,
টুকরো কান্না...
জীবন জোয়ারে
আলো সুখের বন্যা!
বন্ধুত্ব হল
কানামাছি ভোঁ ভোঁ...
পাগলা খেলায়
দুর্নিবার মন ছোঁ ছোঁ!
বন্ধুতায় আসে গলাগলি,
কথা কাটাকাটি আড়ি...
ভোরের স্বপ্নে অভিমান দেয় ছুট্
আকাশ-কুসুম পাড়ি!
বন্ধুত্বময় আবেগে
দমফাটা উচ্ছ্বাস অনাসৃষ্টি...
উড়ে এসে জুড়ে বসে
হঠাৎ চেরাপুঞ্জি বৃষ্টি!
বন্ধুতা আঁধার শেষে
আলোর ছায়াপথ...
জীবন যন্ত্রণার হাসিতে ভালোবেসে
বাঁচার অন্তিম শপথ!
।। বন্ধু জ্যাকসন ।।
Comments
Post a Comment