অবসাদ
সময়ের বাঁধা জট....
সকাল দুপুর রাত ।
বালিশের নীচে
ধরাশায়ী স্বপ্ন
একে একে কাত!
আয়নায় ক্রমবর্ধমান
সাদা চুল,সাদা দাড়ি,
বিষাদের বলিরেখা।
দৈনন্দিন সংসার-সংগ্ৰামের
ঘাত-প্রত্যাঘাত
ফিরে ফিরে দেখা!
জীবনের গল্পগুলো
হঠাৎই দুঃখ-শোকের
স্থায়ী মরীচিকা।
ছলনাময়ী আশার
আত্মহনন-
নেই শেষ...
কোথায় যবনিকা!!
।।। জ্যাকসন ।।।
Comments
Post a Comment