।। চব্বিশে জুলাই ।।
আবেগী অন্তরে এ কি হল!
ছোট্টবেলায় বাব-মার কোলে
চেপে অন্ধকার প্রেক্ষাগৃহ...
"গুরু গুরু" রবে চমকিত
উচ্ছ্বাস-আগ্ৰহ!
পুরানো বই-ডায়েরীর পাতায়
মন জয় করা সাদা-কালো হাসি..
স্মৃতির মোহমন্ডলে অজানিত
বাঁধভাঙ্গা ভালোবাসাবাসি!
হঠাৎই গ্ৰামোফোনে
হেমন্তের "আমি যাই...চলে যাই"...
কাঁদছে বিষাদী ক্যালেন্ডার
আজ চব্বিশে জুলাই!
-জ্যাক্
বিদ্র:২৪ শে জুলাই মহানায়কের
তিরোধান দিবস
Comments
Post a Comment