প্রেম-অভিমান-বন্ধুত্ব
শুনেছি জ্বলতে জ্বলতে নাকি
সব আগুন নিভে যায়,
সব প্রেমই ধীরে ধীরে
মলিন হয়ে যায়।
চলে যায় তারা
অস্তাচলের পথে...
শুনেছি অভিমানের অনু্রনণে
সুতো বুঝি ছিঁড়ে যায়,
সব দূরত্বই ক্রমশ
দিকচক্রবালে মিশে যায়।
শুধু থেকে যায় আমরণ বন্ধুত্ব
অরুণোদয়ের পথে...
**** জ্যাক্ ****
Comments
Post a Comment