হারিয়ে যেতে দিও না
আকাশের বুক থেকে
কত তারাই খসে যায়,
স্মৃতির খাতা থেকে কতই না মুখ
ভেসে ভেসে বেড়িয়ে যায়;
আমাকে হারিয়ে যেতে দিও না।
রাতের পরেই দিন আসে...
এমনি করেই হয়
২৪ ঘন্টার যবনিকা,
বয়ে যায় বছর ১২ মাসে
জীবন আঁধারে
সমস্তটাই মরীচিকা;
আমাকে হারিয়ে যেতে দিও না।
যা ভাবছি অক্ষয় অমর
সময়ের গ্ৰাসে হবে সেটা নশ্বর,
সভ্যতাগর্বীরা যাবে
সমস্ত কিছু ভুলে...
একদিন আমিও যাবো চলে;
তার আগে
আমাকে হারিয়ে যেতে দিও না।
*** জ্যাকসন ***
Comments
Post a Comment