আমাদের উত্তম কুমার
এক যুবক, বাঙ্গালীর জীবনে জড়িয়ে গেছে
এক অমোঘ চুম্বক!
কাশফুলের ধুতি পাঞ্জাবীতে চোখে লাগে নেশা... ঘনঘোর নেশা,
সেই শৈশব থেকে শেষ পর্যন্ত
স্তব্ধ মুখের ভাষা!
কখনো হাসি...কখনো রোমান্স...
কখনো কান্না,
গানে গানে জমিয়ে দিতেন
হেমন্ত-শ্যামল-মান্না!
একের পর এক চলমান ক্যানভাসে
সুপ্রিয়া-সাবিত্রী-সুচিত্রা,
তারই মাঝে খুঁজে ফেরে আপামর
বঙ্গবাসী জীবন-সংসারের যাত্রা!
এক নিমেষে মন জয় করে নেওয়া
ভুবন ভোলানো হাসি,
আমাদের সাথে ভালোবাসে
তোমায় আকাশের
সূর্য্য-তারা-শশী!
।।। জ্যাকসন ।।।
Comments
Post a Comment