|| সুখী প্রেম...শোনো ||
প্রেম, হারিয়ে যেও না...
আবার চট্ করে ধরাও দিও না,
ঘুরে ঘুরে দেখ গোলক ধাঁধানো
মনের সর্পিল অলিগলি।
সোনালী স্বপ্নের রূপালী দিনগুলো
চলে যাক,
আরো একটু অশ্রু
বর্ষিত ধারায় ধারায়...
পাঁজরের হাড়গুলোয় হাপানির হাফ্ হাফ্ শব্দ চমকিত!
ত্র্যস্ত, বিধ্বস্ত, নিঃস্ব করে
প্রেম চুমো দিও।
-জ্যাক্ ৩০ শে ডিসেম্বর,১৯৯৬
বি.দ্র: বাল্য-বন্ধুবর সুমনের
জন্মদিন উপলক্ষে উৎসর্গীত
Comments
Post a Comment