।। বন্ধুত্বের খুনসুটি ।।

আমি বেশ কালো...
তুই দুধে-আলতে ফর্সা,
...সেই নিয়ে করবি বচসা!!

আমি লিকলিকে চিমসে...
    তুই নাদুসনুদুস মোটা,
...তাই বলে মারবি
         গোটাকয়েক গাট্টা!!

আমি না হয় বেঁটে...
        তুই খানিকটা লম্বা,
...পিছনে দিবি সিটি আর ডাক-
               হাম্বা হাম্বা!!

...আজকে আমার ভালো টিফিন...
         তোরটা নয় সেরকম,
...আড়ালে সাটালি সব;
    বাক্স খুলে কেবলি ভরম!!

  আমি বেবাক ভুল...
    তুই হয়তো ঠিক,
...বেঁচে বর্তে থাক বন্ধুত্ব
       আজীবন সঠিক!!

😁😃

          ।।জ‍্যাকসন।।

Comments