।।।।আমি তো ডাক্তার।।।।

ছোটোবেলায় বাবা-মা বলতো
"বাবু ভালো করে পড়াশুনা কর্, ডাক্তার হতে হবে"
সেই থেকে শুরু.....চলছে আজও লেখা-পড়া
রত-বিরেতে ঘরে-বাইরে অবিরাম কড়া-নাড়া !
                         আমি তো ডাক্তার !!
বউ আমার PREGNANT .....যখন তখন হবে DELIVERY,
জরুরীকালীন তলবে গাফিলতি....নইলে দিতে হবে SHOW CAUSE,
ছুটির APPLICATION হয়েছে নাকচ !
              এ আমি কেমন ডাক্তার !!
অন্তিম সময়ে হাজির....এই যায় যায় মুমূ‍‍‌‍‍‍‍‍‍‍‍র্ষু ‌‌‍রোগী,
PATIENT PARTY-র আবদার "আপনি সব পারেন....আপনি তো যোগী !
আমি জানি না কোনো MAGIC .....
               আমি তো নই HARRY POTTER ডাক্তার !
১০-১৫ বছর বই-পুঁথি-PATIENT ঘেটেও হয়নি অনেক কিছু জানা,
GOOGLE SEARCH করে কেউ বলে যায় সবজান্তা বোদ্ধা,
ভাবটা এ রকম "আমি জানি সব ..... ক‍্যানো করবো আপনাকে শ‍্রদ্ধা !"
                 আমি তো আহাম্মক ডাক্তার !
বাজারে সব কিনতে পাওয়া যায়.....
হসপিটাল, ক্লিনিককে টাকা দিলে চিকিৎসককেও,
হয়তো কিনে ফেলা যায় COMMODITY আমাকেও.....আমার চোদ্দো গুষ্টিকেও !
              আমি তো পণ‍্য ডাক্তার !
অ্যাত্তো টাকা হাসপাতালের বা না‍‌র্সিংহোমের বিল,
রোগীর হয়েছে অবনতি....."ধর্ ব‍্যাটা ডাক্তারকে.....
          দিয়ে দে গণ-পিটুনি চড় থাপ্পর কিল !"
রক্ত আবিরে মাখামাখি আমি তো ডাক্তার !
পুজোয় সবাই ঘরে ফেরে,
না এবারেও যাওয়া হলো না,
24 HOURS MOBILE বেজে যাচ্ছে.... EMERGENCY CALL
খাওয়া-দাওয়া ভুলে একটাই নজরুল মন্ত্র....
                                     চল্ চল চল্ !
আমি তো পরিবার ত‍্যাগী ডাক্তার !
জানতাম সাদা-কালো, ভালো-মন্দ মিশিয়ে জন-মানুষ‍্যি,
MEDIA-র কাছে সবই নস‍্যি,
জগতের একটাই প্রজাতি সর্বনাশা দস‍্যি !
                   আমি তো শয়তান ডাক্তার !
দুর্গা মা এসেছে...... 
           শহর থীমে থীমে ভেসেছে,
ভীড় ঠেলে তোমার চোখ দেখছে
         মা-র ত্রিশুল কাকে বিঁধছে !(মহম্মদ আলি পার্ক থীম)
             আমি তো অসুর ডাক্তার !
আজকাল আর ছেলেকে বলি না......
                       "ডাক্তার হ,  .........
দেখতে পারবো না তোর ভেঙ্গে চুড়ে যাওয়া শরীর ....... রক্তাক্ত মুখ,
বেঁচে থাক্ বাবা...... ততেই আমার সুখ !"
                     আমি তো বেচারা ডাক্তার !

।।।।।।ডাঃ দিব‍্যেন্দু।।।।।।

Comments