পরিযায়ী লাশ
রেল লাইনের পাশে
রক্তে ভেজা রুটির চাষ,
ছড়িয়ে ছিটিয়ে ছিন্নভিন্ন
বেশ কিছু ক্ষুধার্ত লাশ!
কত মাইল কত ক্রোশ হেঁটে
ঘরে ফেরার তাড়া,
আশার ছলনে যদি বা মেলে
আপনজনের সাড়া।
চলতি পথে অভ্যর্থনা
কাঁদানে গ্যাস, লাঠির ধোলাই,
অর্থ নাই, বাসা নাই...
কিসের এত বড়াই!!
করোনায় নয়,
অপঘাতে সম্পন্ন অন্ত্যেষ্টি ...
জুড়ালো প্রাণ,
সরকার-প্রশাসনের সন্তুষ্টি!
-জ্যাক্ ১০ই মে,২০২০
রবিবার
Raat dutoi ak buk bedona niye eta compose kori...Porjayee der kono thikana thake na ba thakte nai...Bacha morar khabor kau rakhe na.
ReplyDelete