BOOMERANG CORONA
আর কত অন্তিম শ্বাস ঝরলে
থামবে তুমি CORONA??
সূ্র্য্য-তারা-চাঁদ-শূণ্য বলয়
ঘিরে আঁধার-ভয়,
ঘাস-মাটি ভেজা ভেজা
নোনা জলময়।
দেশ-সীমান্তের মানচিত্র
ছাপিয়ে টান টান আতঙ্ক,
রাতের এ পিঠে দিনের ও পিঠে
চিন্তার বলিরেখা আদিগন্ত!
সভ্যতাগর্বীরা নিজ ফাঁদে
ভীত,সন্ত্রস্ত,হন্যমান...
দোষ কী তোমার CORONA,
মনুষ্য সৃষ্ট জীবাণু-মরণাস্ত্র BOOMERANG!!
-জ্যাকসন ১৪ই মার্চ,২০২০
Comments
Post a Comment